প্রকাশিত: Thu, Mar 23, 2023 7:01 AM
আপডেট: Thu, May 15, 2025 2:03 AM

বেপরোয়া গতিসহ ৩ কারণে মাদারীপুরে বাস দুর্ঘটনা: তদন্ত কমিটি

বজলুর রহমান:  শিবচরে এক্সপ্রেসওয়েতে ১৯ জনের প্রাণহানির ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের কাছে রিপোর্ট জমা দেন সদস্যরা। বুধবার  তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা জানান, দুর্ঘটনার আরো দুটি কারণ হলো- বাসটির ফিটনেস না থাকা এবং মহাসড়ক পিচ্ছিল  থাকা।

এছাড়া প্রতিটি গাড়ির ফিটনেস নিশ্চিত করা ও চালকের বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলকসহ ১৪টি সুপারিশ করে কমিটি। পাশাপাশি একমুখী রাস্তায় কমপক্ষে তিন লেন দিয়ে একসঙ্গে গাড়ি চলাচলের কথাও উল্লেখ করা হয়েছে। 

ঘটনার দিন শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার শিবচর থানায় ইমাদ পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। তবে, এখনো কেউ গ্রেপ্তার না হলে মামলার তদন্তের অগ্রগতি হয়েছে বলে জানায় পুলিশ। রোববার ভোরে খুলনা থেকে রাজধানী ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুরে আসলে নিয়ন্ত্রন হারালে ১৯ জনের প্রাণহানি হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে ভর্তি হয় ঢাকা মেডিক্যালে।

 নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয় জেলা প্রশাসন। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে প্রধান করে ৪ সদস্যদের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। সম্পাদনা : মুরাদ হাসান